ব্যাখ্যা: স্পিকারের ভোটকে নির্ণায়ক ভোট বা কাস্টিং ভোট বলা হয়। কোন বিলের ভোটাভুটিতে যখন পক্ষে বিপক্ষে সমান ভোট পরে, তখন স্পিকার সংসদের সভাপতি হিসেবে তার ভোট প্রয়োগ করেন। একে নির্ণায়ক বা কাস্টিং ভোট বলে। এ ব্যতীত অন্যকোন ক্ষেত্রে স্পিকার তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেন না। এটি সংবিধানের ৭৫ (১) খ ধারায় বলা হয়েছে। (সূত্র: বাংলাদেশের সংবিধান)