<p>বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পদক হলো স্বাধীনতা পদক।<br />এটি ১৯৭৬ সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রবর্তন করেন। ১৯৭৭ সাল থেকে এ পদক দেওয়া হচ্ছে।<br />একুশে পদক দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদক যা ১৯৭৬ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে প্রদানের মাধ্যমে প্রবর্তিত হয়।<br />অন্যদিকে, বীরশ্রেষ্ঠ হলো সর্বোচ্চ সামরিক বা বীরত্বসূচক খেতাব।<br />সূত্র: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাপিডিয়া</p>