<p>সংবিধানের ১৪৫ক নং অনুচ্ছেদঃ আন্তর্জাতিক চুক্তি<br />বিদেশের সহিত সম্পাদিত সকল চুক্তি রাষ্ট্রপতির নিকট পেশ করা হইবে, এবং রাষ্ট্রপতি তাহা সংসদে পেশ করিবার ব্যবস্থা করিবেনঃ<br />তবে শর্ত থাকে যে, জাতীয় নিরাপত্তার সহিত সংশ্লিষ্ট অনুরুপ কোন চুক্তি কেবলমাত্র সংসদের গোপন বৈঠকে পেশ করা হইবে।<br />উল্লেখ্য, এই অনুচ্ছেদটি ২০১১ সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংযুক্ত।</p>