বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় ১৯৭৪ সালে এবং দ্বিতীয়টি ১৯৮১ সালে। এর পর থেকে প্রতি দশ বছর অন্তর অন্তর এই শুমারি অনুষ্ঠিত হয়ে আসছে। বাংলাদেশের পরবর্তী অর্থ্যাৎ, ষষ্ঠ আদম শুমারি ২০২১ সালে ২ থেকে ৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সূত্রঃ পত্রিকা রিপোর্ট ও কারেন্ট অ্যাফেয়ার্স্।