মাত্র ১২ বছরে বাল্য বিবাহ ঠেকিয়ে দিয়ে তীর ধনুককে আশ্রয় হিসেবে নেয়া ইতি খাতুনকে থেমে থাকতে হয়নি। পরিশ্রমের ফল হিসেবে সদ্য সমাপ্ত দক্ষিণ এশিয়ান গেমসে (এসএ) হ্যাটট্রিক স্বর্ণ জিতেছেন। ইতি সদ্য এসএ গেমসে একক ও দলীয় ইভেন্ট মিলিয়ে মোট তিনটি স্বর্ণ জিতেছেন। সামনে টোকিও অলিম্পিকে খেলার স্বপ্ন দেখছেনন চুয়াডাঙ্গার এ তীরন্দাজ।</br>The Daily Star Archive.