খুলনা হার্ডবোর্ড মিলে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় সুন্দরী গাছের কাঠ। সুন্দরী হচ্ছে মালভেসি পরিবারভুক্ত একপ্রকার বৃক্ষ। সুন্দরবনের প্রায় ৭০% জুড়েই এজাতীয় গাছের আধিপত্য। সুন্দরী কাঠ দিয়ে আসবাবপত্র, ঘরের দরজা ইত্যাদি তৈরি হয়। সুন্দরবনের পার্শ্ববর্তী অঞ্চলে এ কাঠ দিয়ে তৈরি নৌকার কদর রয়েছে।