১৯৭০ সালের ভয়াবহ জলোচ্ছ্বাসের প্রেক্ষাপট নিয়ে শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা চিত্রকর্ম হলো 'মনপুরা-৭০'।শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা ছবি মনপুরা '৭০। ১৯৭০ সালে দক্ষিণাঞ্চলে আঘাত হানে ঘণ্টায় ১৮৫ কিলোমিটার গতির ভয়াবহ ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়ে প্রায় আট লাখ মানুষ মারা যায়। একজন শিল্পী হিসেবে জয়নুল এই ভয়াবহ অভিজ্ঞতাকে তাঁর শিল্পকর্মের বিষয় হিসেবে উপস্থাপন করেছেন।