বাংলাদেশের জনগণের রাজনৈতিক সংগ্রামের ইতিহাসে অত্যন্ত গৌরবোজ্জ্বল অধ্যায় উনসত্তরের গণঅভ্যুত্থান। ১৪ জানুয়ারি ছাত্র সমাজ আনুষ্ঠানিকভাবে ১১ দফা দাবিনামা ঘোষণা করে এবং গঠিত হয় ছাত্র সংগ্রাম পরিষদ। ২০ জানুয়ারি ১৪৪ ধারা অগ্রাহ্য করে ছাত্র সমাজের জঙ্গী মিছিল রাজপথ কাঁপিয়ে তোলে এবং পুলিশের গুলিতে নিহত হন আইনের ছাত্র আসাদুজ্জামান। ২৪ জানুয়ারি দেশব্যাপী হরতাল আহ্বান করা হয় এবং পুলিশের গুলিতে নিহত হয় কিশোর মতিউর, মকবুল, রুস্তম ও আরো অনেকে। ১৪ ফেব্রুয়ারি দেশব্যাপী হরতাল পালিত হয়, ১৫ ফেব্রুয়ারি কুর্মিটোলা ক্যান্টনমেন্টে আটক আগরতলা ষড়যন্ত্র মামলার বন্দি সার্জেন্ট জহুরুল হক সেনাপ্রহরীর গুলিতে নিহত হন। ২৪ জানুয়ারি মতিউর রহমান নিহত হলে এ আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নেয়। তাই ২৪ জানুয়ারিকে গণঅভ্যুত্থান দিবস ঘোষণা করা হয়।