বৈশ্বিক ব্র্যান্ড ভ্যালু র্যাংকিংয়ে বাংলাদেশের ৩৯তম স্থান। আগের বছর বাংলাদেশের অবস্থান ছিল ৪৪তম। যুক্তরাজ্যভিত্তিক বৈশ্বিক ব্র্যান্ড মূল্যায়নকারী প্রতিষ্ঠান ‘ব্র্যান্ড ফাইন্যান্স’র প্রকাশিত ‘নেশন্স ব্র্যান্ডস ২০১৮’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য দিয়ে বলা হয়, বাংলাদেশের ব্র্যান্ড ভ্যালুর অর্থের পরিমাণ ২৫ হাজার ৭০০ কোটি মার্কিন ডলার। যা গত বছরের চেয়ে ২৪ শতাংশ বেশি। সূচকে শীর্ষে অবস্থান করছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির ব্র্যান্ড মূল্য ২৫ লাখ ৮৯ হাজার ৯০০ কোটি মার্কিন ডলার। এরপরেই অবস্থান করছে চীন, জার্মানি, ইংল্যান্ড। প্রতিবেশী দেশ ভারতের অবস্থান করছে নবম স্থানে।