অস্ট্রেলিয়ান থিংকট্যাংক বলে খ্যাত লওলি ইনস্টিউটের গবেষণায় এ তথ্য উঠে এসেছে। ৯ই মে ২০১৮ তারিখে প্রকাশিত তাদের রিপোর্টে বলা হয়, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২৫টি দেশের ৮টি সূচকের উন্নয়নের ভিত্তিতে এই গবেষণাটি করা হয়েছে। এই ২৫টি দেশের মধ্যে বাংলাদেশ শক্তির দিক থেকে ১৮তম। ভারত ও পাকিস্তান এই তালিকায় যথাক্রমে ৪ নম্বর ও ১৪ নম্বরে।