২০১৮ সালের গ্লোবাল প্রতিভা প্রতিযোগিতা সূচক (জিটিসিআই) এর রিপোর্টে বাংলাদেশের অবস্থান ১১৪তম। পার্শ্ববর্তী দেশ ভারতের অবস্থান ৮১তম। মোট ১১৯টি দেশকে নিয়ে করা এই রিপোর্টে বাংলাদেশের নিচে অবস্থান পেয়েছে জিম্বাবুয়ে, সাব-সাহারান আফ্রিকা, নেপাল, মোজাম্বিক, মাদাগাস্কার এবং ইয়েমেন। তালিকার শীর্ষে আছে গতবারের মতন সুইজারল্যান্ড।