বাংলাদেশের প্রথম সরকারি সৌরবিদ্যুৎ কেন্দ্র রাঙামাটির কাপ্তাই উপজেলাইয় অবস্থিত। কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের ভেতরে বাঁধের পাশে এই সৌরবিদ্যুৎ কেন্দ্রের অবস্থান। এর নাম ‘কাপ্তাই ৭.৪ মেগাওয়াট সোলার পিডি গ্রিড কানেকটেড বিদ্যুৎকেন্দ্র।’ সরকারিভাবে এটি প্রথম সৌরবিদ্যুৎকেন্দ্র। বিদ্যুৎকেন্দ্রটির মূল ঠিকাদার চীনের জেডটিই (ZTE) করপোরেশন। এটি উদ্বোধন করা হয় ১১ সেপ্টেম্বর ২০১৯। পানিবিদ্যুতের প্রায় সাড়ে ১৯ একর জমিতে এই বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হয়। প্রথম দুই বছর এর সার্বিক দায়িত্ব থাকবে জেডটিইর কাছে। এর পর তা পানিবিদ্যুৎকেন্দ্রের কাছে হস্তান্তর করা হবে। এশীয় উন্নয়ন ব্যাংকের আর্থিক সহায়তায় প্রায় সাড়ে ৬৮ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় এই বিদ্যুৎকেন্দ্র। এখানে মোট প্যানেল রয়েছে ২৪ হাজার ১২টি। ইনভার্টার রয়েছে ২৪০টি। সর্বোচ্চ পাওয়া গেছে ৬ দশমিক ৫ মেগাওয়াট। [উৎসঃ হ্যালো বিসিএস সাম্প্রতিক সমাচার, অক্টোবর- ২০১৯]