31 জুলাই 2015 মধ্যরাতে বা 1 আগস্ট প্রথম প্রহরে বাংলাদেশ ও ভারতের মধ্যে ছিটমহল আনুষ্ঠানিকভাবে বিনিময় হয়। তবে স্থলসীমান্ত চুক্তির মধ্যে দহগ্রাম- আঙ্গরপোতা না থাকা এবং তিন বিঘা করিডোরের মাধ্যমে মূল ভূ-খণ্ডের সাথে যোগাযোগের নির্দিষ্ট পথ থাকায় দহগ্রাম ছিটমহলটি এখনও রয়েছে।