পণ্য ভিত্তিক রপ্তানীকে উৎসাহিত করতে প্রতিবছর রপ্তানিনীতি অনুসারে একটি পণ্যকে ‘বর্ষপণ্য’ ঘোষণা করা হয়। ১ জানুয়ারি ২০২০ তারিখে লাইট ইঞ্জিনিয়ারিং পণ্যকে এ বছরের জন্য বর্ষপণ্য ঘোষণা করা হয়। লাইট ইঞ্জিনিয়ারিং পণ্যের মধ্যে রয়েছে - ইলেকট্রিক ও ইলেক্ট্রনিক্স, ব্যাটারি, অ্যাকুমুলেটর, বাইসাইকেল, মোটর সাইকেল, অটোপার্টস, অটোমোবাইল, সোলার ফটোভল্টিং মডিউল ও খেলনাসহ বিভিন্ন ধরনের পণ্য। ২০১৯ সালে কৃষি ও কৃষিজাত পণ্যকে বর্ষপণ্য হিসেবে ঘোষণা করা হয়েছিল। [উৎসঃ হ্যালো বিসিএস সাম্প্রতিক সমাচার, ফেব্রুয়ারি- ২০২০]