১৪২৬ বঙ্গাব্দে প্রথমবারের মতো আশ্বিন মাসের গণনা ৩১ দিন হিসাবে শুরু করা হয়েছে যা পূর্বে ৩০ দিন ছিল। এখন থেকে নতুন ক্যালেন্ডার অনুসারে বাংলা বছরের প্রথম ৬ মাস হবে ৩১ দিনের এবং ফাল্গুন মাস ছাড়া অন্য পাঁচ মাস হবে ৩০ দিনের। ফাল্গুন মাস হবে ২৯ দিনের এবং যে বছর লিপ ইয়ার হবে কেবল সেই বছর ফাল্গুন মাস হবে ৩০ দিনের। বাংলা একাডেমির গবেষণা, সংকলন এবং অভিধান ও বিশ্বকোষ বিভাগ বর্ষপঞ্জি পরিবর্তনের এই কাজটি করেছে। [উৎসঃ হ্যালো বিসিএস সাম্প্রতিক সমাচার, এপ্রিল- ২০২০]