১১ ফেব্রুয়ারি ২০২০ UNESCO মর্যাদাপূর্ণ “ইউনেস্কো উইমেন ইন সাইন্স অ্যাওয়ার্ড” জয়ীদের নাম ঘোষণা করে। বিশ্বের পাঁচটি অঞ্চলের পাঁচজন নারী বিজ্ঞানীকে বিজ্ঞান গবেষণায় ব্যতিক্রমী অবদানের জন্য এ পুরস্কারে ভূষিত করা হয়। এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে বাংলাদেশের ফেরদৌস কাদরী; গবেষক, icddr,b এ পুরস্কারের জন্য মনোনীত হন। উন্নয়নশীল দেশে শিশুদের সংক্রামক রোগ প্রতিরোধে অবদান রাখায় তিনি এ পুরস্কার পাচ্ছেন। [উৎসঃ হ্যালো বিসিএস সাম্প্রতিক সমাচার, মার্চ- ২০২০]