জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী বা মুজিববর্ষকে স্মরণীয় করে রাখতে মার্চ ২০২০-এ স্বারক ও প্রচলিত- দুই ধরনের ২০০ টাকার নোট ছাড়বে বাংলাদেশ ব্যাংক। তবে ২০২১ সাল থেকে কেবল নিয়মিত নোট থাকবে। ২০০ টাকার নোটের উপর “মুজিববর্ষ উপলক্ষে বিশেষ নোট” কথাটি লিখা থাকবে, তবে ২০২১ সাল থেকে যে নোটগুলো ছাড়া হবে তাতে আর ঐ কথা লিখা থাকবে না। বর্তমানে দেশে ৯টি নিয়মিত নোট চালু আছে। [উৎসঃ হ্যালো বিসিএস সাম্প্রতিক সমাচার, মার্চ- ২০২০]