আমেরিকান নিষেধাজ্ঞায় অর্থনৈতিকভাবে বিপর্যস্ত ইরানের মুদ্রা গত কয়েক বছরে ব্যাপক দর হারিয়েছে। এ অবস্থায় লেনদেন সহজ করা ও মুদ্রা শক্তিশালী করতে নতুন একটি বিল অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা। সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় মুদ্রা রিয়ালের নতুন নাম হবে 'তুমান'। সেই সঙ্গে ব্যাংক নোট থেকে পড়ে যাবে চারটি শূন্য। তিন বছর আগে ডলারের বিপরীতে পাওয়া যেত প্রায় ৩৭ হাজার ইরানি রিয়াল। কিন্তু গত বছর ব্যাপক দরপতনে ডলারের দর এক লাখ ৮০ হাজার রিয়ালে নেমে যায়। বর্তমানে আমেরিকান ডলারের বিপরীতে রিয়ালের দাম হয় প্রায় এক লাখ ২০ হাজার। যদিও অফিশিয়াল দাম ৪২ হাজার রিয়াল। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে এক লাখ রিয়ালের নোট হয়ে যাবে ১০ তুমান। ১৯৩০ সাল পর্যন্ত ইরানি মুদ্রার নাম তুমানই ছিল। কিন্তু পরবর্তী সময়ে রিয়াল নাম গ্রহণ করার কারণে এক দেশের একই মুদ্রার দুই নাম হয়ে যায়। ফলে অফিশিয়াল নাম রিয়াল হলেও ইরানিরা নিজেদের মুদ্রাকে তুমান হিসেবে বলে আসছে। [উৎসঃ হ্যালো বিসিএস সাম্প্রতিক সমাচার, সেপ্টেম্বর- ২০১৯]