বাংলাদেশের নদ-নদী__________________________ মাধ্যমিক ভূগোল ও বাংলাপিডিয়ার মতে, বাংলাদেশে নদ-নদীর সংখ্যা ৭০০ (অন্য জায়গায় পাবেন ২৩০)। শাখানদীসহ বাংলাদেশের নদীর দৈর্ঘ্য হলো প্রায় ২২,১৫৫ কিলোমিটার। বাংলাপিডিয়ার তথ্যানুসারে বাংলাদেশের নদীর মোট দৈর্ঘ্য প্রায় ২৪,১৪০ কিলোমিটার। ____________________________________ 💦 ব্রহ্মপুত্র : উৎপত্তি : তিব্বতের হিমালয়ের কৈলাস শৃঙ্গের নিকটে মানস সরোবর থেকে। প্রবেশপথ : কুড়িগ্রাম পূর্বনাম : লৌহিত্য তীরবর্তী শহর : ময়মনসিংহ উপনদী : ধরলা ও তিস্তা শাখানদী: যমুনা, বংশী, শীতলক্ষ্যা মিলনস্থল : তিস্তার সাথে কুড়িগ্রামের চিলমারীতে বিশেষত্ব : বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম পথ অতিক্রম করা নদ। জামালপুরের বাহাদুরাবাদে এস যমুনা নাম ধারণ করেছে। ____________________________________ 💦 যমুনা : উৎপত্তি : তিব্বতের হিমালয়ের কৈলাস শৃঙ্গের নিকটে মানস সরোবর থেকে। প্রবেশপথ : কুড়িগ্রাম। পূর্বনাম : জোনাই নদী। তীরবর্তী শহর : সিরাজগঞ্জ, জামালপুর, টাঙ্গাইল উপনদী : তিস্তা, করতোয়া, আত্রাই শাখা নদী : ধলেশ্বরী মিলনস্থল : রাজবাড়ী জেলার দৌলতদিয়ার গোয়ালন্দে পদ্মার সাথে মিলিত হয়েছে। বিশেষত্ব : গড়ে প্রশস্ততম নদী। রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মার সাথে মিলিত হয়ে পদ্মা নাম ধারণ করেছে। (২১তম বিসিএস) _____________________________________ 💦 পদ্মা উৎপত্তি : হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে। প্রবেশপথ : চাঁপাইনবাবগঞ্জ পূর্বনাম : কীর্তিনাশা তীরবর্তী শহর : রাজশাহী, ফরিদপুর উপনদী : মহানন্দা, পুনর্ভবা, নাগর, কুলিক, টাঙ্গন। শাখানদী : কুমার, মাথাভাঙ্গা, ভৈরব, গড়াই, মধুমতি, আড়িয়াল খাঁ মিলনস্থল : চাঁদপুরে মেঘনার সাথে বিশেষত্ব : দ্বিতীয় বৃহত্তম নদী। চাঁদপুরে মেঘনার সাথে মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে। ______________________________________ 💦 মেঘনা উৎপত্তি : আসামের নাগা মনিপুর পাহাড়ের দক্ষিণে লুসাই পাহাড় প্রবেশপথ : সিলেট পূর্বনাম : বরাক তীরবর্তী শহর : সিলেট (সুরমা নদীর তীরে), ভৈরব, আশুগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী উপনদী : গোমতী, তিতাস, ডাকাতিয়া, বাউলাই শাখানদী : খোয়াই নদী মিলনস্থল : চাঁদপুরে পদ্মার সাথে বিশেষত্ব : বাংলাপিডিয়া অনুসারে দীর্ঘতম বা গভীরতম নদী। চাঁদপুরে পদ্মা মেঘনা নদীতে পতিত হয়েছে। (২৪তম ও ৩৭তম বিসিএস) ______________________________________ 💦 কর্ণফুলি উৎপত্তি : ২৭৪ কিলোমিটার দীর্ঘ এ নদী মিজোরামের লুসাই পাহাড়ের লংলেহ থেকে প্রবেশপথ : রাঙামাটি তীরবর্তী শহর : চট্টগ্রাম, রাঙামাটি উপনদী : হালদা, কাসালং, বোয়ালখালি, মাইনী মিলনস্থল : চট্টগ্রামের কালুরঘাটে হালদার সাথে বিশেষত্ব : বাংলাদেশের সর্বোচ্চ খরস্রোতা নদী। বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামে কর্ণফুলী নদীর তীরে অবস্থিত।