বর্তমানে দেশে ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে। ২০০৮ সালে দেশে রাজনৈতিক দলের নিবন্ধন পদ্ধতি চালু হওয়ার পর এ পর্যন্ত ৪৪টি দল নিবন্ধন পায়। এর মধ্যে ২০০৮ সালে নিবন্ধন পায় ৩৯টি। এছাড়া ২০১৩ সালে ২টি এবং বাকি দুটি দল নিবন্ধন পায় ২০১৯ সালে। তবে আদালতের আদেশ ও নির্বাচন কমিশনের (ইসি) শর্ত প্রতিপালনে ব্যর্থ হওয়ায় এদের মধ্যে ৫টি দলের নিবন্ধন বাতিল হয়েছে। এর মধ্যে ৪টির নিবন্ধন বাতিল হয় বর্তমান কে এম নূরুল হুদা কমিশনের সময়ে। এছাড়া নিবন্ধন পাওয়ার পর স্থায়ী গঠনতন্ত্র জমা দিতে ব্যর্থ হওয়ায় এক বছরের মাথায়ই ফ্রিডম পার্টির নিবন্ধন বাতিল করা হয়। সর্বশেষ নিবন্ধিত দল হচ্ছে বাংলাদেশ কংগ্রেস। ৯ মে ২০১৯ সালে নিবন্ধিত হয়। সর্বশেষ আপডেট ২ আগস্ট, ২০২১। ইত্তেফাক।