মহীসােপান (Continental Shelf): ২০০ নটিক্যাল মাইলের পরে যদি অগভীর সমুদ্র থাকে তাহলে উপকূলীয় দেশ ৩৫০ নটিক্যাল মাইল মহীসােপান হিসেবে ভােগ করে থাকে। প্রকাশ থাকে যে, ৩৫০ নটিক্যাল মাইলের পরেও যদি অগভীর সমুদ্র থাকে তাহলে তার সবটুকু পাবে উপকূলীয় দেশ। তাইতাে, বাংলাদেশের মহীসােপানের দৈর্ঘ্য ৩৫৪ নটিক্যাল মাইল