১৯৪৭ সালের পূর্ব পর্যন্ত বর্তমান বাংলাদেশ ভূখণ্ডে জেলার সংখ্যা ছিল ১৬ টি। ১৯৪৭ সালে দেশ বিভাগের সময় নদীয়া জেলা থেকে প্রাপ্ত অংশ নিয়ে বাংলাদেশ ভূখণ্ডে ১৭ তম জেলা ' কুষ্টিয়া' গঠিত হয় । পরবর্তীতে ১৯৬৯ সালের ১ জানুয়ারি বৃহত্তর বরিশাল জেলা থেকে ' পটুয়াখালী' (১৮ তম ) এবং একই সালের ১ ডিসেম্বর বৃহত্তর ময়মনসিংহ জেলা থেকে 'টাঙ্গাইল' (১৯ তম) জেলা আত্মপ্রকাশ করে। জেলা হিসেবে গঠিত হয় জামালপুর । তারপর বিভিন্ন সময়ে বিভিন্ন তারিখ ও প্রজ্ঞাুপন মূলে দেশে জেলার সংখ্যা হয় ৬৪ টি ।]