লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার সীমান্তবর্তী ভারতের অভ্যন্তরে বাংলাদেশের সর্ববৃহৎ ছিটমহল দহগ্রাম - আঙ্গরপোতা ছিটমহল বেশ পরিচিত। এ ছিটমহলের সাথে তৎকালীন পাকিস্তানের মূল - ভূখন্ডের যোগাযোগের জন্য একটি "প্যাসেজ ডোর' - এর ব্যবস্থা হয়েছিল, যা বর্তমানে "তিন বিঘা করিডোর' নামে পরিচিত।