রাষ্ট্র গঠনের অন্যতম প্রধান উপাদান হলো সরকার। সরকার রাষ্ট্রের চালিকা শক্তি। সরকারের তিনটি বিভাগ রয়েছে। যথা- আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ। বাংলাদেশের সংবিধানের ৬৫ নং অনুচ্ছেদ অনুযায়ী আইন প্রণয়নের ক্ষমতা কেবল জাতীয় সংসদ রাখে। তবে রাষ্ট্রপ্রতি, সংসদ অধিবেশন না বসলে প্রয়োজনে অধ্যাদেশ জারি করতে পারেন। অধ্যাদেশ জারির ৩০ দিনের মধ্যে অধিবেশন না বসলে অধ্যাদেশটি কার্যকারিতা হারাবে। • নিচের তথ্যগুলো জেনে রাখুনঃ আইন ও অধ্যাদেশের মধ্যে পার্থক্যঃ . আইন- সংসদে বিল আকারে যে প্রস্তাব পাশ হয় তা-ই হল আইন। অধ্যাদেশ- দেশে যখন কোন জরুরি অবস্থা চলতে থাকে এবং আইন পাশ করার দরকার পরে কিন্তু সংসদের কোনো অধিবেশন থাকে না তখন প্রেসিডেন্টের মুখ নি:সৃত বাণীকেই অধ্যাদেশ বলে।কিন্তু পরবর্তী সংসদ অধিবেশন শুরু হবার ৩০ দিনের মধ্যে অধ্যাদেশকে আইনে রূপান্তর করতে হয় নতুবা তা বাতিল হয়ে যায়। . পরিচালক ও মহাপরিচালকের মধ্যে পার্থক্যঃ . পরিচালক - পরিচালক একজন উপসচিব সমমর্যাদা সম্পন্ন সরকারি কর্মকর্তা। মহাপরিচালক - মহাপরিচালক একজন অতিরিক্ত সচিব অথবা যুগ্ম সচিবেরর সমমর্যাদা সম্পন্ন সরকারি কর্মকর্তা। মহাপরিচালক সাধারণত অধিদপ্তরের প্রধানের দায়িত্ব থাকেন।যেমন- প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ইত্যাদি।