সংসদের প্রথম বৈঠকের তারিখ থেকে নববই দিনের মধ্যে কিংবা স্পীকার কর্তৃক যথার্থ কারণে বর্ধিত তারিখের মধ্যে সংসদ-সদস্য যদি শপথ গ্রহণ ও শপথপত্রে স্বাক্ষর না করেন কিংবা অনুরূপ ঘোষণা বা ঘোষণাপত্রে স্বাক্ষর না করেন, তবে তাঁর সদস্যপদ বাতিল বলে গণ্য হয়। সংসদের অনুমতি না নিয়ে কোনো সদস্য একাদিক্রমে নববই দিন অধিবেশনে অনুপস্থিত থাকলে তাঁর আসন শূণ্য হয়ে যায়। কোনো কারণে সংসদ ভেঙে গেলে সকল সদস্যের আসন শূণ্য হয়।