বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তবর্তী নদী নাফ। কক্সবাজার জেলার দক্ষিণ - পূর্ব কোণ দিকে প্রবাহিত, প্রলম্বিত খাঁড়ি সদৃশ্য নাফ নদী মিয়ানমারের আরাকান আর বাংলাদেশের কক্সবাজার জেলাযকে বিভক্ত করেছে । আরকান ও দক্ষিণ - পূর্বাঞ্চলীয় সীমান্তের অন্যান্য পাহাড় অতিক্রম করে নাফ নদী দিয়ে বঙ্গোপসাগরে এসে পড়েছে। জোয়ার ভাটা প্রবণ বাংলাদেশের দক্ষিণতম উপজেলা টেকনাফ নাফ নদীর ডান তীরে অবস্থিত। মিয়ানমারের আকিয়াব বন্দর নাফ নদীর বাম তীরে অবস্থিত।