পাহাড় বা পর্বতের পাদদেশ ধরে সমভূমির দিকে নদীর প্রবাহের সময় প্রস্তরখণ্ড, নুড়ি , বালি প্রভৃতি জমা হয়ে যে হাতপাখা আকৃতির ভূমিরুপ সৃষ্টি হয়, তাকে পলল ব্যজনী বিা পলল পাখা (Alluvial Fan) বলে। হিমালয়ের পাদদেশে এরুপ অনেক পলল পাখা দেখা যায়।